সফলতার ৮টি ট্রাম্পকার্ড

2

লক্ষ্যবিহীন মানুষ হয়? তাহলে আপনার নিশ্চই কোনও লক্ষ্য রয়েছে, কিছু অর্জন করার লক্ষ্য, কিছু করে দেখানোর ইচ্ছা আর আছে কিছু স্বপ্ন যার পূর্নতা আপনিই দিতে পারবেন যেদিন আপন পৌঁছুবেন সেই কাংখিত লক্ষ্যে। নিম্নোক্ত ৮টি জিনিষের সমন্ব্য়ে আপনার কাংখিত Goal টি হাসিল করতে পারবেনঃ

১. প্রবল তেষ্টাঃ

২দিন পানি না খেয়ে থাকলে কি হবে, পারলে মানুষ খুন করে তার রক্ত খেয়ে ফেলবেন। কথাটা রক্তহীম করা হলেও আদতে সত্য। দুইদিন পানি না পেলে আপনি এর থেকেও নিচে নামতে পারেন। ঠিক একই রকম তেষ্টা থাকতে হবে আপনার কাংখিত ডেস্টিনেশন পৌঁছানোর প্রতি। পানি অচিরেই আছে। শুধু তোমার তেষ্টা থাকতে হবে। প্র‍্যাক্টিকালি বলতে গেলে সেই ইচ্ছাশক্তিটা তোমার থাকতে হবে, যা তোমাকে কখনো হেরে যেতে দেবেনা, চেষ্টার কমতি রাখার সুযোগই দিবেনা। সেই কাংখিত তেষ্টাই পৌঁছে দিবে তোমাকে তোমার কাংখিত পানির কাছে।

২. হার না মানা এক মন-মানসিকতাঃ

মেন্টালিটি চেঞ্জ করতে হবে। হতে পারে আপনি মানসিকভাবে অনেক দূর্বল। কিন্তু ভেবে দেখেন, আপনি চাইলেই এই দূর্বলতা কাটিয়ে মুহুর্তে অনেক শক্তিশালি হয়ে উঠতে পারবেন। অল ইউ নিড ইজ টু চেঞ্জ ইউর মেন্টালিটি। কোনওকিছুর প্রতি পিছুটান রাখবে না। জাস্ট ফোকাস থাকবে সামনে, নিজেকে নিজে পুশ করতে হবে, ম্যান, ইউ ক্যান ডু ইট। তুমি হারতে পারওনা, কারণ হেরে গেলে তো হারিয়ে যাবে। নিজেই যদি হারিয়ে গেলে, তাহলে তোমার কাংখিত লক্ষ্য কেমনে খুঁজে বের করবা?

৩. টেকল করতে জানতে হবেঃ

অনেক বাধা বিপত্তি আসবে। কাংখিতের চেয়েও বহুগুন অনাকাংখিত কিছু ঘটবে তোমার সাথে যা তোমাকে সেই কাংখিত লক্ষ্য থেকে ডেপ্রাইভ করে দিতে চাইবে। বারবার হোঁচট খাবে। কিন্তু পড়ে গেলে চলবে না। পড়ে গেলে আবার দাঁড়াতে জানতে হবে, যে পথটি হেটে পার হচ্ছিলে সে পথ দৌঁড়ে পার হতে হবে। বাধা বিপত্তিগুলো ঠিক সেভাবেই টেকল করতে হবে, তারা এসে যেন তোমায় রুখে দিতে না পারে। বরং তাদেরকে পাশে কাটিয়ে আরও একাগ্রতার সাথেই তোমাকে এগিয়ে যেতে হবে।

৪. প্রচন্ড জেদ থাকতে হবেঃ

That's the keyword। যে জেদ করে কিছু করতে পারেনি সে আদৌতে কিছুই করতে পারবেনা। কিন্তু যার জেদ থাকবে অসীম, তাকে কেমনে কেউ পরাজিত করবে? কার আছে এই অসীম জীদ? পৃথিবীর প্রতি যার অনেক অভিমান, প্রতিটি কাছের মানুষ করে গেভহে তাকে অবহেলা। সেই রাগ অভিমান ভিতর থেকে সব দুমরে মুচরে একাকার করে ফেলছে দিন দিন। কিন্তু বাইরে সেই রাগ-অভিমানের এক ছিটেফোঁটাও প্রকাশ হতে দেয়না সে। সেই রাগ অভিমান গুলোকে প্র‍্যাক্টিকালি সে জেদে রুপ দেয়। ভয়ানক এক জেদ তাকে তাড়া করে বেড়ায়, যেই জেদে তাড়িত হয়ে কিছু করে দেখানোর জিদ। যেই জিদ থাকে কেবল & কেবলমাত্র জেতার প্রতি। সেই জিদই তাকে পড়িয়ে দিবে জয়ের সে মুকুট।

৫+৬. লক্ষ্য স্থির করে প্রচন্ড অধ্যবসায় করতে হবে, দিতে হবে ধৈর্যের পরীক্ষাঃ

Keep patience! একটা জিনিষ মনে রাখবেন, সফলতার কোনও শর্টকার্ট নেই। ধরেই কেউ মহৎ কিছু সাধন করতে পারেনা। সময়কে সময় দিতে হয়, সময়ই ভালো কিছু উপহার দিবে। খালি সময়কে সময় দিয়ে নিজে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলেন, তাহলে কি হলো? প্রচুর অধ্যাবসায়ের একটা ব্যাপার আছে। মনে রাখবেন, Karma Hits. আপনি পরিশ্রম করতে শিখে গেলে সৌভাগ্যই আপনাকেই খুঁজে নিবে। যেদিন আপনি খুব করে সফল হবেন, সাফল্যের চূড়ায় পৌঁছে পিছনে একবার তাকিয়ে দেখবেন, খালি অধ্যাবসায় আর অধ্যাবসায় দেখতে পারবেন; সাফল্যের জন্য এর কোনও বিকল্প নেই।

৭. সৎ পথটি বেঁছে নিন:

অসৎ পথ হচ্ছে এক অনিশ্চয়তার পথ। আপনি অসৎভাবে উপার্জন করে অনেক আনন্দ করতে পারবেন। কিন্তু দিনশেষে আপনি ভালো করেই জানেন, যে পথে আপনি আছেন সে পথে আপনার পতন নিশ্চিত। অন্যদিকে সদুপায়ে ছোট্ট অর্জনেও প্রবল তৃপ্তি পাবেন।

৮.ভয়কে জয়ী হতে দেয়া যাবেনাঃ

Fear Is The Devil. মানুষের কাংখিত সাফল্য অর্জনের পিছনে সবচেয়ে বড় বাধা বিপত্তিগুলো ডেকে আনে তাদ ভয়-ভীতি। কিংবা লোকচক্ষুকে অবজ্ঞা করে কিছু করার মেন্টালিটিও অনেকের থাকেনা, যা তার নির্ধারিত গন্তব্যে থেকে তাকে অনেক পিছনে ফেলে দেয়। লোকে কি বলবে, লোকে কি বলল বলুক! কিন্তু আদৌ কি আমি পারব? এই সংশয়গুলো মনে বাসা বাধতে দেয়া যাবেনা। You have to be focused on your Aim. সেই ফোকাসে কেউ বিচ্যুতি ধরাতে পারবেনা।


পরিশেষে একটাই কথা বলব সাফল্যের সিড়ি অনেক উঁচু, হয়ত কষ্ট হবে সেখানে পৌঁছতে। কিন্তু একবার পৌঁছে গেলে দেখবেন আপনি কত উচ্চতায় অবস্থান করছেন, তখন আপনি জানবেন, অনেক কাঠ খড় পুড়িয়ে আপনি এখানে এসেছেন, আপনি এখানে এসেছেন, কারণ আপনি এটা ডিজার্ভ করেন। আর আপনি এখানে পোঁছাতে পারেননি, তার মানে আপনার লক্ষ্যে ফাটল ধরেছে। কাংখিত লক্ষ্যে অনড় থাকতে হবে, দুনিয়াবি রং তামাশায় জড়িয়ে গেলেন তো বিপাকে পড়ে যাবেন। এর এই ভেব্ব বসে থাকলেন, ভাগ্যে যা আছে তাই ঘটবে, তাহলে একটি কথায় মনে করবেন, Karma Is A Bitch! তাই ভাগ্য বদলানোর দায়িত্ব আপনার নিজের হাতেই নিতে হবে😊

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন