কমদামে পুরান সেট কিনবেন নাকি বেশি দাম দিয়ে ভেজালমুক্ত থাকবেন?
যারা নতুন ফোন কিনার জন্য টাকা জমাচ্ছেন কিংবা অলরেডি জমিয়ে ফেলেছেন তারা প্রায়শই একই বাজেটে সেকেন্ড হ্যান্ড আরও ভালো ফোন পাওয়া যাবে, এই সম্ভাবনার মাঝে ঝুলে থাকেন। আসলেই সিরিয়াস একটা ইস্যু এটা, এটা নিয়ে দোটানায় ভুগতে ভুগতে অনেকের ক্ষেত্রে দেখা যায় আর ফোনই কেনা হয়না, একটা ডিসিশনের পৌঁছাতে পৌঁছাতে বরং জমানো টাকাটাই হাত থেকে ফস্কে যায়। তাদের কথা ভেবেই এই ব্লগটি লেখা, যাতে আপনি ঠিক করতে পারবেন- কোনটি কিনবেন আপনি? নতুনটি নাকি একই বাজেটে সেই নতুনটির থেকে দামি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন?
আজকের এই আর্টিকেলে, পয়েন্ট বাই পয়েন্ট পুরানো ফোনের এবং নতুন ফোনের ইতিবাচক, একইসাথে নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। now? let's go with Xein's flow!
পুরান সেট কেনো কিনবেন না?
পুরান সেট কিনে ধরা খাইলে জামিন নাই, ইয়ে মানে কোনও গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না কেউ পুরান সেট কিনলে, তাই কিনলে নিজ দায়িত্বে কিনুন। আবার অন্যভাবেও ধরা খেতে পারেন। যেহেতু সেকেন্ড হ্যান্ড সেট, এটা থার্ড/ফোর্থ হ্যান্ড ও হতে পারে। পর্যাপ্ত যাচাই বাচাই ছাড়া কিনলে নির্ঘাত বাশটা আপনিই খাবেন। আর যদি হয়ে থাকে কোনও চোরাই সেট তাইলে খুব একটা সমস্যা হচ্ছেনা, শুধু বেহুদা একটু জেল খাটলেন, সাথে ফোনটাও গেল, এই আর কি!
নতুন সেট কেনো কিনবেন না?
এবার আসব একটু টেকনিকালি চিন্তা করার টপিকে। কেনো কিনবেন না নতুন ফোন? আমি বলব ক্ষেত্রবিশেষে। মানুষের পকেটের অবস্থা হয়ত সবসময় ভালো যায়না। হয়ত আপনার কাছে হাজারখানেক টাকা আছে এবং আপনার দরকার এন্ড্রয়েড, তাহলে আপনি কি বাটন সেট কিনবেন? কিনে পরে ডিপ্রেশনের ভুইগেন না। ঐ মাত্র ১ হাজার দিয়েই আপনি চাইলে সিম্ফনি, ওয়াল্টন কিংবা ভালো ব্র্যান্ডেড সেটগুলোর কিছু পুরানো মডেল পেয়ে যাবেন। অনেকেই দ্বিমত করবেন, ভাই, ২ হাজার টাকায় তো শাওমি এমআই৩ কিনতে পারব। আমার জানামতে বাংলাদেশের ২৫% জনগন এই মডেলটা চালিয়ে ফেলেছেন। এটা কিনার পরিণতি কি হবে এটা সবাই ভালো জানেন। ঠুস করে মাটির দুই ইঞ্চি উপরে থেকে পড়লেও এটার এটাচ থাকা টাস+ডিস্প্লে ভেঙ্গে চুর হয়ে যায়, অনেকের মতোই এই সেটটা আমাকেও ভুগিয়েছিল। অন্যদিকে ২ হাজার টাকায় আপনি স্যামসাং J2 পেয়ে যাবেন ফেইসবুক মার্কেটপ্লেসে আরাম সে। ৩ হাজার হলে J5/J7 পেয়ে যাবেন। এটা জাস্ট একটা ধারণা দিলাম, রিয়ালিটি তে একটু হেরফের হতে পারে। আচ্ছা এখন, বাজেটটা যদি আরেকটু বেড়ে যায়? ধরি ৫ হাজার টাকা বাজেট হয়েছে আপনার। ৫ হাজার দিয়ে আপনি নতুন সেট কি পাবেন? সিম্ফনি ১ জিবি র্যামের থেকে বেশি এক্সপেক্ট করতে পারবেন না। অথচ একি এমাউন্ট দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনি অপ্পো, ভিভোর মতো ব্র্যান্ড এর ২/৩ জিবি র্যাম এর সেট পেয়ে যাচ্ছেন। আপনার সিম্ফনি ১ জিবি থেকে ভালো হলোনা? একটি কথা না বললেই নয়, মোটামুটি ১২ হাজার বাজেট হওয়ার আগ পর্যন্ত বর্তমান বাজারে কোনো ভালো সেটই নাই বলতে গেলে। হয় একটু অপেক্ষা করুন। আরও জমান, তারপর নিউ সেট কিনেন। নাইলে এই দামের সেকেন্ড হ্যান্ড ছাড়া গতি নেই, যদি একটি মনের মতো সেট চান আরকি!
নতুন আনঅফিশিয়াল সেট না কিনে সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন।
আপনি কি কোনও আনঅফিসিয়াল সেট কিনতে আগ্রহী? তার চেয়ে ভালো পুরানটাই কিনেন। নতুন কিনবেন তো কিনবেন কিনার মতোই। আনঅফিশিয়াল সেট বন্ধের নির্দেশনা অনেক আগেই সরকার দিয়ে দিয়েছে, তাই এই সম্ভাবনা একেবারেই ক্ষীন নয় যে, ভবিষ্যতে আনফিশিয়াল সেটগুলো চালাতে আপনার অনেক বেগ পেতে হবে। যেহেতু আনঅফিশিয়াল সেটগুলোর প্রাইসরেঞ্জ একটু কম থাকে, তাই কাস্টমাররা এত আনঅফিশিয়ালের প্রতি এট্রাক্টেড হয়। কমদামেই যেহেতু কিনবেন আনঅফিশিয়াল না কিনে সেকেন্ড হ্যান্ড কিনুন। আরও কমদামে আরও ভালো সেট পেলেন। নতুন কিনলেই অফিশিয়ালটাই কিনতে সাজেস্ট করব।
সেকেন্ড হ্যান্ড ফোন কই পাওয়া যায়?
বাংলাদেশের সবচেয়ে বড় চোরাই সেটের কারখানা ছিল গুলিস্তানে। তবে বর্তমানে সবগুলো চোরাই সেট বিক্রেতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। অবশ্য সেকেন্ড হ্যান্ড বাটন পাওয়া যায় এখনও ঐ জায়গায়। যাক ভালো হইছে, বহুত মানুষ ঠকেছে ঐজায়গা থেকে সেট কিনে। অনেকে হয়ত খুব করে জিতেছে, যারা ভালোভাবে যাচাই বাচাই করে কিনতে পেরেছিল। অনেকেরই প্রশ্ন হবে এখন এই চোরাই মার্কেট কই পামু তাইলে? পাবেন, গুলিস্তানেই পাবেন, বাট ভিআইপি দোকান থেকে, ফুটপাতে মোবাইল বেচার আর গুলিস্তানে অনুমতি নাই। তাই চোরাই মোবাইল গুলো এখন সাজানী হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাথে সংলগ্ন যে মার্কেটটি রয়েছে, আই থিংক সবাই চিনে ফেলেছেন। স্পেসিফিক ভাবে জায়গার নাম উল্লেখ করলাম না, কে জানে! কখন কেস খেয়ে যাই! এসব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলা এমনিতেই রিস্কি। তারপরও ব্লগের সার্থে বলতে হয়! বাই দ্য ওয়ে আরেকটি চোরাই মার্কেট আছে, যেটি কিনা আপনি বেরিবান্দে পাবেন। কোন বেরিবান্দ, বেরিবান্দ তো অনেকগুলো এরকম প্রশ্নের উত্তর ব্লগে দেয়া সম্ভব না। একান্ত প্রয়োজন হলে আমাকে কন্টাক্ট করবেন, হেল্প করার চেষ্টা করব।
সেকেন্ড হ্যান্ড ফোন কিনার ক্ষেত্রে যেসব জিনিষ না জানলেই নয়?
This part of this blog is missing. what you have to do to fix this is to wait! wait! topic will be updated or a new blog will be published where i will be highlightening this topic mentioned above. If that part arrives, the url of that blog will be linked here in the topic.