We Learn From Mistakes. ভুল করাটা ভুল কিছু নয়, যদি সে ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি।
আসলে ভুল ছাড়া শুদ্ধতার কোনো অস্তিত্বই থাকত না। যদিও কিছু মানুষ থাকে ব্যতিক্রম, তারা ভুলটাকে শিক্ষা হিসেবে নেয় না বরং; একই ভুল বারবার করতে থাকে এবং জীবনের শেষ দিকে এসে হিসেব মিলিয়ে শেষে সে এইটাই অনুমান করতে পারে,
তবে কি যারা জীবনে সফল হয়েছেন তারা সবাই কি ভুলের উর্ধ্বে ছিলেন? একদম এরকম নয়। যে ভুল করেনি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে upgrade করতে পারেনি সেই বিফল।
আচ্ছা আমাদের জীবনের প্রথম মৌলিক ভুলটা কী? এই প্রশ্ন যদি কেউ আমায় করে তবে আমি বলব-
মানুষের জীবনের প্রথম মৌলিক ভুলটা সে তার উঠতি বয়সে করে। মানুষের আবেগ ও বিবেক এই দুটো জিনিষেরই মৌলিক বিকাশ হয়ে থাকে এই উঠতি বয়সে। এই সময় থেকে সে জীবনের serious ব্যাপারগুলো অনুধাবন করতে শিখে। আবার অনেক তুচ্ছ তুচ্ছ বিষয়গুলোও এসময় আমাদের অনেক complicated মনে হয়। আসলে maturity টা তখন থাকে producing লেভেল এ। তখনও আমরা mature নই। আর maturity লেভেলে পৌছানোর আগ মুহুর্তেই আমরা আমাদের জীবনের সেই মৌলিক ভুলটা করি। স্বভাবতই উঠতি বয়স, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা তখন সবচেয়ে বেশি থাকে। এই আকর্ষণ থেকেই কাউকে ভালো লেগে যাওয়া। কিংবা আশপাশের মানুষগুলোকে যখন অবাধ মেলামেশা করতে দেখি, তখনই আমাদের ইচ্ছে হয়
এরকম প্রতিহিংসাপরায়ণ হয়ে আমরা তখন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত হয়ে পারি। নিজের মনের মতো কাউকে পেলে জানিয়ে দেই মনের কথা। কিংবা কারও ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়ে আমরা এক মোহে জড়িয়ে যাই, সেটা কি আদৌ ভালোবাসা নাকি মোহ সেটা বুঝার মতো maturity level এ আমরা তখনও পৌঁছাইনি। আচ্ছা তবে কি এটাই জীবনের প্রথম মৌলক ভুল? হ্যাঁ, আমি বলব তাই! আসলে এই সময়টা আমরা বিবেক নয়, আবেগ দিয়ে ভালোবাসাকে পরিমাপ করি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই উঠতি বয়সের ভালোবাসার গল্পগুলো পূর্ণতা পায় না। জীবনের নির্ভুল অধ্যায়ে প্রথম সেই ভুল এসে জমা হয়।
প্রেমে ব্যর্থ হয়ে এই অল্পবয়সী ছেলেমেয়েগুলো অসহনীয় depression এ ভুগতে থাকে। চেনা পৃথিবীটা তখন তাদের কাছে অচেনা হয়ে যায়। তখন তারা এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপাায় খুঁজতে থাকে, কেউ কেউ নতুন সম্পর্কে আবধ্য হয়ে নিজেকে গুছিয়ে নিতে চায়। কিন্তু আদৌ কি তারা স্বার্থক হয় নিজেকে গুঁছিয়ে নিতে। হয়না, কারণ সে ভুল থেকে শিক্ষা নেয়নি, বরং ভুলটা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে, তাই তো আবার সেই একই ভুল করে। ছেলেদের ক্ষেত্রে most of the time দেখা যায় depression থেকে বাঁচতে তারা বিভিন্ন মাদকের আশ্রয় নেয়, যা তাকে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরিয়ে আনে। এই মাদিকাসক্তির কবলে তার জীবনের কতিপয় মূল্যবান সময় নষ্ট করে দেয়। অর্থাৎ জীবনের সেই প্রথম ভুলটি এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
কিন্তু কিছু কিছু exception দেখা যায়, তারা এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। নিছক ব্যর্থ প্রেমে পাওয়া ব্যথাগুলো তাকে দূর্বল করেনা, বরং তাকে আরও শক্ত করে। প্রিয় মানুষের দেয়া সেই আঘাত তাকে আরও জিদ্দি বানিয়ে দেয়। আর তার এই জিদ তাকে নিয়ে যায় জীবনের অন্যরকম চূড়ায় । Research করলে দেখতে পারবেন, বেশিরভাগ সফলতার গল্পই এরকম ভুল থেকে শিক্ষা নেওয়ার গল্পই হয়।
তবে কি ভুলই শ্রেয় নয়?
this was a motivational blog. i dnt want people stop doing mistakes. i just want them to take a lesson from it. share if yu lyk
উত্তরমুছুন