মানুষ বলতেই সে প্রেমে পড়তে বাধ্য। হউক না সে সবচেয়ে অবাধ্য!
আপাতদৃষ্টিতে যে মানুষটাকে দেখে আপনার খুব কঠোর প্রকৃতির মনে হয়, হতে পারে পাড়ার বখাটে ছেলেটি, আপনি হয়ত তাকে দেখে কখনো মনে মনে এরূপ অনুমান ফেলেছেন যে! আর যাই হোক, এরকম দুষ্ট প্রকৃতির মানুষ কোনওমতেই কারও প্রেমে আবদ্ধ হতে পারেনা! যাচাই করলে দেখবেন, সেও আড়ালে আবডালে কারও প্রেমে পড়ে শেষে জখম হয়ে বসে আছে।
ভালোবাসা, ভালোলাগা প্রকৃতির সবচেয়ে স্বাভাবিক দুটি ক্রিয়া। যে জিনিষটি আমাদের একবার আকর্ষণ করে বসে, সেটাই আমাদের ভালো লেগে যায়। আর এই ভালোলাগাটা সময়ের পরিবর্তনে ভালোবাসায় রূপ নিবে, ব্যাপারটি একদমই অস্বাভাবিক নয় কিন্তু! ভালোবাসাটা আসলে ভালোলাগা থেকেই সৃষ্টি।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, যখন আমরা ভালোবাসার এই কথাগুলো প্রিয়জনকে জানান দিতে যাই, তখনই মনের মধ্যে যে সংশয়টি বাধা হয়ে আসে, সেটি হচ্ছে প্রত্যাখ্যানের ভয়। প্রিয় মানুষ যদি ভালোবাসা প্রত্যাখ্যান করে দেয়, মন ভেংগে দেয়, এই ভয়ে আরে বলা হয়না না বলা কথাগুলো। অনেকক্ষেত্রে আমরা তথাকথিত সেই Egoistic Zone থেকে বের হতে পারিনা, বলতে পারিনা মনের কথাগুলো। পরিশেষে এই One sided love affairs গুলো ব্যর্থতার এক গল্পে পরিণত হয়।
আসলে কীভাবে আপনার মনের মানুষকে মনের কথা জানান দিবেন, সেটা আমাকে ask করে লাভ নাই। এক্ষেত্রে আমি নিজেও এক অভিজ্ঞতা শূন্য ব্যক্তিত্ব। নিজের egoistic zone থেকে বের হতে ব্যর্থ হয়ে আমিও ব্যর্থ পছন্দের মানুষগুলোকে বলে দিতে "ভালোবাসি আমি তোমায়।" তাই বলে আপনিও ব্যর্থ হবেন, এমন সম্ভাবনা ক্ষীন মনে করে মনে সাহস সঞ্চয় করুন। প্রশ্ন ছুড়ে দিন সেই মানুষটির আদলে
this was the 1st blog i've published. share if yu lyk♠
উত্তরমুছুন