ChatGPT! হুমকি নাকি আশির্বাদ? (পর্ব-১)

Zein Ahmed
0

জনসাধারণের কাছে উন্মোচিত হওয়ার পর থেকে সবখানে ট্রেন্ড করছে চ্যাটজিপিটি। কি এই চ্যাটজিপিটি, কেন একে নিয়ে এত আলোচনা? 

চ্যাটজিপিটি মূলত একটি চ্যাটবট যা দেয় ব্যবহারকারীর যাবতীয় প্রশ্নের উত্তর থেকে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান; যার উদ্ভব হয়েছে টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট এর হাতে, বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান বর্তমানে ইনভেসট করছে এই পোগ্রামটির পিছনে। এটি শুধু একটি চ্যাটবট নয়, একটি ওয়ার্নিং মানব প্রজন্মের জন্য! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ইন্টেলিজেন্ট হয়ে গেছে চ্যাটজিপিটি আসলে সেটাই উপলব্ধি করায়। 

কেবলই শুরু, শুরু থেকেই সে এত পাকাপোক্ত! অদূর ভবিষ্যতে কোথায় পৌছে যেতে চলেছে এই রোবট প্রযুক্তি, চ্যাটজিপিটি তারই একটি টিজার বিশেষ।

কেবলই উপকারী? নাকি বিধ্বংসী !!

বিশ্বাস করা কঠিন, কিন্তু খুব শীঘ্রই চ্যাটজিপিটি লাখো মানুষের চাকরি খেয়ে দিতে চলেছে। এই যেমন, আমার এই লেখাটি লিখতে আমার অনেক ভাবতে হচ্ছে, সময় নিচ্ছি। চ্যাটজিপিটি সেই সময়টা নেওয়ারও প্রয়োজন বোধ করেনা! মুহুর্তের মধ্যে আপনার কাঙ্গখিত কন্ডিশনে আর্টিকেল লিখে দিবে।

শুধু কি তাই? গল্প কবিতা, গানের পঙক্তি, যাই চাচ্ছেন তাই চোখের পলক ফেলতেই লিখে দিচ্ছে, তাও কিনা পুরাই ইন্টেক একেকটা। তার লিখে দেওয়া আর্টিকেলটি নির্দ্বিধায় আপনার ব্লগে পোস্ট করে দিতে পারবেন, কপিরাইট ক্লেইমড হওয়ার নেই আশংকা, কারণ সেটি সদ্য লিখিত একট কন্টেন্ট যার কোনও প্রতিলিপি কোথাও নেই। অর্থাৎ আপনি কপিরাইট ক্লেইমও খাচ্ছেন না, এদিকে হাজার হাজার ব্লগ বিনা সময় অপব্যয়ে লেখাও হয়ে যাচ্ছে।

চ্যাটজিপিটির উদ্ভব আপনার আমার মতো ক্ষুদ্র কন্টেন্ট রাইটারদের চাকরি খেয়ে দিবে নির্বিঘ্নে। কি বিধ্বংসী এটি একবার ভেবে দেখুন! এত সময় ব্যয়ে লেখালেখি করে পাঠকদের কিছু ভাবনার মিশেল উপহার দিচ্ছি যেখানে, অন্যদিকে যার যেমন চাই, আর্টিকেল বানিয়ে নিচ্ছে চ্যাটজিপিটির দ্বারা। আমার এই একটি ব্লগ লিখতে লিখতে চ্যাটজিপিটি এরকম হাজার হাজার ব্লগ লিখে দিচ্ছে তাদের হয়ে, কি Mind blowing রে বাবা!😯

শেষমেষ গুগলকে দিচ্ছে টেক্কা?


ঐদিকে গুগল মামারও হয়েছে বেদম দশা। চ্যাটজিপিটি উন্মোচন হওয়ার পরপরই, গুগলের একচ্ছত্র রাজত্ব হারানোর উপক্রম হয়ে গেছে। যেভাবে চ্যাটজিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, গুগল তার পজিশন নিয়ে শংকায় ভুগছে এখন। এরই প্রেক্ষতে আলফাবেট নিয়ে আসতে চলেছে 'বার্ড' নামে নতুন একটি প্রোগ্রাম, যা কিনা চ্যাটজিপিটি কে রিপ্লেস করবে বলে তাদের দাবি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চ্যাটজিপিটির ইন্টেলিজেন্সের সামনে 'বার্ড' একটি ফ্লপ স্ট্রেটেজিই মনে হচ্ছে।

এবার জেনে নেয়া যাক, কি কাজে আসবে চ্যাটজিপিটি?


-অলমোস্ট যেকোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট। যারা আছেন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, এর মাধ্যমে আপনে আপনার কোডিং এ অনেকটা পরিশ্রম লাঘব করে নিতে পারবেন। এইচটিএমএল থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি ইত্যাদি ল্যাঙ্গুয়েজে যাবতীয় কোডিং-এ চ্যাটজিপিটি হতে পারে আপনার আরেক আশ্রয়।

-কন্টেন্ট রাইটিং কিংবা লেখালেখির হাত অনেক দূর্বল? যেকোনো বিষয়ে আর্টিকেল লিখিয়ে নিতে পারবেন চ্যাটজপিটির মাধ্যমে।

-কবি নন, কিন্তু কাউকে একটি ইউনিক কবিতা শুনিয়ে ইম্প্রেস করতে চাচ্ছেন? সেক্ষেত্রেও চ্যাটজিপিটি হবে সহায়। চ্যাটজিপিটির সং রাইটিং স্কিলের প্রশংসা না করে পারছি না। যারা র‍্যাপার আছেন (হিপহপ আর্টিস্ট) তাদের খুব কাজে আসবে। র‍্যাপ গান কিংবা মৌলিক গান যাই চান লিখে দিবে এই বট।

-একটি বিজনেস দিতে চাচ্ছেন? আপনার সীমাবদ্ধতা সম্বন্ধ্যে জানান দিয়ে এর থেকে ভালো বিজনেস আইডিয়া নিতে পারবেন। এছাড়া যাবতীয় সমস্যার সমাধান খুঁজতে, পরামর্শ চাইতে দারস্থ হতে পারেন চ্যাটজিপিটির!

চ্যাটজিপিটির সাথে যে বিষয়ে কথা বলে সবচেয়ে মজা পাবেন:


কি হত যদি এমন হতো? যেমন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, "What if earth were rectangular? What if men were made of plastic body?" যেমন কি একটি বাচ্চা শিশুরা তাদের প্যারেন্টসদের করে। প্যারেন্টসরা এই প্রশ্নগুলো এরিয়ে গেলেও, চ্যাটজিপিটি আপনাকে একদমই নিরাশ করবে না। আপনার অযৌক্তিক প্রশ্নের সায়েন্টিফিক উত্তর দিয়ে সে কেমনে জানি পার পেয়ে যায়।

 সর্বোপরি অবসর সময়ে কথা বলার মতো সঙ্গী না থাকলে, চ্যাটজিপিটি আপনার সাথেই আছে। ননস্টপ কথোপকথন চালিয়ে যেতে পারবেন (যদিও চ্যাটজিপিটি ফ্রি ভার্সনে এক ঘন্টায় কতগুলো প্রশ্ন করতে পারবেন তার একট সীমা নির্ধারণ করে দেয়া আছে)

সীমার কথা যখন আসলোই, তখন জেনে নিব,

চ্যাটজিপিটির কিছু সীমাবদ্ধ্যতা সম্বন্ধ্যে!

চ্যাটজিপিটির স্টোরে ড্যাটা বা উপাত্ত ২০২১ সাল অব্ধি সীমাবদ্ধ।


২০২১ এর পর ঘটে যাওয়া কোনও ইনফরমেশন সম্বন্ধ্যে চ্যাটজিপিটির কোনও আইডিয়া নেই। তথাপ্রেক্ষিতে আপনি যদি, তাকে প্রশ্ন করেন, বর্তমানে আর্জেন্টিনার ওয়ার্ল্ডকাপ কয়টি? উত্তরে যেদি সে ২টি বলে চমকে যাওয়ার কিছু থাকবে না, কারণ এটি ২০২১ এর পরের ঘটেছে, যা চ্যাটজিপিটির জানার কথা না। তাই আপনি যদি প্রফেশনাল কাজে চ্যাটজিপিটি থেকে তথ্য নিয়ে থাকেন, তবে সাবধানতার বিকল্প নেই। নিচের স্ক্রিনশট দেখলে বিষয়টি বুঝতে পারবেন। ততপ্রেক্ষিতে বলা যায়, চ্যাটজিপিটি আপনাকে রিসেন্ট ইনফরমেশন দিতে সক্ষম নয়।

কোনও হার্মফুল, আইন বহির্ভূত তথ্য কিংবা পরামর্শ দিতে নিষ্প্রয়োগ:

আপনি যদি চ্যাটজিপিটির কাছে সুইসাইড করার উপায় জানতে চান কিংবা কাউকে খুন করার জন্য পরামর্শ চান, সাফ সাফ না করে দিবে। কোনও কিছুকে হেয় প্রতিপন্ন করে, কাউকে সেক্সুয়াল হিউমিলিয়েট করে এরকম প্রশ্নের নেই কোনও জবাব। সূতরাং, "ChatGPT is all about some legal conversations"

দিচ্ছে কিছু এক্সট্রিম ভুল তথ্য!

চ্যাটজিপিটি পোগ্রামটি এখনও টেস্ট ভার্সনে রয়েছে, তাই এটি এখনও আপনার সব প্রশ্নের নির্ভুল উত্তর জেনারেট করার জন্য উপলব্ধ হয়নি। তবে আশার কথা হচ্ছে "ওপেন এআই" শীঘ্রই চ্যাটজিপিটির ৪.০ ভার্সন নিয়ে হাজির হচ্ছে; যা কিনা হতে চলেছে আরও শক্তিশালী এবং আরও নির্ভুল।

আজ এখানেই রেখে যাচ্ছি! ChatGPT-র আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস ও এর নতুন সংস্করণ ChatGPT 4 নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে..ইনশাল্লাহ।

to be continued..

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)