MX Player হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্লেয়ারগুলির একটি। একইসাথে এটি একটি ইন্ডিয়ান OTT প্লাটফর্ম। যেখানে থাকছে, ফুল ওফ মাস্তি ও ইন্টারাটেইনমেন্ট। কিন্তু বাংলাদেশ থেকে যখন আপনি MX Player এ এক্সসেস নেয়ার চেষ্টা করবেন, এক্সসেস ঠিকি নিবে, কিন্তু যাস্ট লোক্যাল ফাইল ব্রাউজ করতে পারবেন, ওটিটি প্লাটফর্মে বাংলাদেশ থেকে এক্সসেস নেয় না সহজে, বিশেষ করে যারা WiFi ইউজার, তারা তো পারবেনইনা🫤
তোহ আজকে, সেই পোস্ট নিয়েই হাজির হয়েছি কীভাবে পার্মানেন্টলি MX এর এই OTT সার্ভিসগুলি এক্টিভ করবেন?
জেনে নিন Mx Player OTT Platform এর পক্ষ থেকে কি কি সার্ভিস পেতে যাচ্ছেন!
- i. TV Shows
ii. Web Series
iii. Movies
iv. Live Video Streaming
v. MXTakaTak
যেটা মন চায় Watch/Download করতে পারবেন। সবগুলি সার্ভিস আপনি উপভোগ করতে যাচ্ছেন, এই ট্রিকটি এপ্লাই করে। । সাথে থাকছে-
- vi. MX Games
আমার মতো অনেকেই এই প্রবলেমটি ফেস করে থাকেন। এমএক্স এ প্রবেশ করে শুধু হা হয়ে তাকিয়ে থাকতে হয় লোকাল ফাইলসগুলির থেকে, আর কিছু নেই। একদম সাদামাটা অ্যাপ। ডাটা প্যাক দিয়ে এন্টের করলে হয়ত এক্সসেস নিতে পারেন। কিন্তু ওয়াইফাই দিয়ে ডিফল্টভাবে MX এর ওটিটি প্রোগ্রামগুলো এক্সসেস পাওয়া যায়না। SS এই দেখেন, আমার এখানে Mx এর ব্যাসিক সার্ভিসগুলো ছাড়া কিছুই নেই, সেই পুরান আমলের MX Player এর মতো।
দেখতেই পাচ্ছেন, আমার MX e OTTর কোনো নাম নিশানাও কোথাও নাই। আপনারও কি একই সমস্যা সমস্যা? তাওহলে,
কীভাবে একটিভ করবেন MX ওয়েব সিরিজ, মুভি এবং অন্যান সার্ভিসগুলি (Step by Step)
- আপনার ফোনে যদি MX Player না থাকে তবে এই নিন! Download It from Playstore
- MX এ এক্সসেস করতে ইন্ডিয়ান আইপি লাগবে। ডাউনলোড করে নিন INDIA VPN from Playstore
[now! follow these screenshots!]
- If MX player is already running in your background, close it! এমএক্স ব্যাকগ্রাউন্ডে রানিং থাকলে আগে ক্লোজ করে নিন।
- এখন দ্বিতীয় যে আপটি ইন্সটল করেছিলেন (INDIA VPN) এ প্রবেশ করুন। Accept and Continue তে ক্লিক করলে আপনাকে অ্যাপের ইন্টারফেসে নিতে যাবে।
- INDIA যেই অপশনটি ক্লিক করলেন, সেটি আপনাকে নিয়ে আসবে Indian Servers লিস্টে। যেখান থেকে আপনি Bangalore-Turbo সার্ভারটি বেছে নিতে পারেন।
- ভিপিএনে এক্সসেস চাইবে দিয়ে দিবেন। একটি ১৫-২০ সেকেন্ড এর এড শো করতে পারে। এড শেষ হয়ে গেলেই ভিপিএন কানেক্ট হয়ে যাবে এবং Connected শো করবে।
- এবার এমএক্স প্লেয়ারে এ প্রবেশ করুন। কিছু এগ্রিমেন্ট চাইবে। Yes, I Agree দিয়ে এগ্রিমেন্টটি সাইন করে নিন।
- দেখুন চালু হয়ে গেছে কাংখিত ওটিটি সার্ভিসগুলো। Shows, Movies, Web Series সব পাবেন এখন। আরেকটি কাজ করেন,