খুঁজি তোমায়,
যেখানে তুমিময় কারও অস্তিত্বই নেই।
মিশে রই আমি আমাতেই,
অন্যত্রে মেশার মতো সাদ্ধ্য আমি হারিয়েছি কেবলই।
প্রতিটি মানবাকৃতিতে এঁকেছি আমি তোমায়,
প্রতিটি মানবীর ফ্রেমে খুঁজে গেছি তোমারই অবয়ব!
পথ হারিয়ে অজানা গলিতে হারিয়ে যেতে নিয়ে, একাকিত্বে আমি টের পেয়েছি তোমার নিরব উপস্থিতি।
দিনশেষে ক্ষণিকের জন্য হলেও তোমায় ভুলে থাকার প্রচেষ্টায় আমি সার্থকতা খুঁজেছি। ')
চোখের সামনে প্রিয় মানুষদের রঙ পাল্টে যেতে দেখতে দেখতে; পরিতৃপ্ত আমি বারংবার।
সময়ের সাথে পাল্টে গেছি আমিও,
প্রয়োজনের বেশি পরিবর্তন আমি জীবনের পরবর্তী অনুচ্ছেদের জন্য রেখে দিয়েছি।
পরিবর্তনের ধারায় আমিও হতে চাই পরিবর্তিত। পরিবর্তী কোনো এক পরিণত আমি!
পরিপূর্ণ হবো আমি সকল দিক থেকে,
স্বয়ং থেকে আমি! সম্পূর্ণ♥