সময় সবসময় চলমান! থামতে নারাজ সময় মহারাজ!
আাচ্ছা কি হবে যদি হঠাৎ এই চলন্ত সময় থমকে দারায়! এর সম্ভাবনা একদমই ক্ষীন? নাকি সময় সম্বন্ধ্যে আমাদের ধারণা পুরোটাই ভুল? হতে পারে সময় আসলেই স্থীর, কিন্তু আমাদের কাছে মনে হয় তা চলমান। হতে পারেনা! সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ছিলো, যা কিছু হবে! সবই বর্তমান? আচ্ছা যদি তাই হয়! যে বর্তমানে আমরা বসবাস করছি সেটা কি? সেটাও কি বর্তমানই? যে অতীত আমরা পার করে এসেছি, হতেই তো পারে, সৃষ্টিজগতের কোনো এক স্থানে সেটা এখনও চলমান।
অর্থাৎ আজ সকালে আমি পায়ে হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম, যেটা এখন আমার কাছে অতীত, কিন্তু মহাবিশ্বের কোনো এক স্থানে, আমি হয়ত এইমাত্র সেই সকালে খাওয়া হোচট টা খেয়ে পড়ে যেতে নিলাম এবং তারপর পড়েই গেলাম।🙃
আচ্ছা টেপরেকর্ডার তো চিনেন, তাইনা? এটা দিয়ে যখন ইচ্ছা যতবার ইচ্ছে একই গান প্লে করতে করতে করতে কানের বাশি ফাটিয়ে দেয়া যায়! এমনকি হতে পারেনা? এই বিশ্বজগতে যা কিছু ঘটছে তা ইতোমধ্যেই ঘটে গিয়েছে এবং আমরা যে বর্তমানে বসবাস করছি সেটা একটি রেকর্ডমাত্র। ঠিক অন্য কোনো এক মহাবিশ্বে এই একই রেকর্ড প্লে হচ্ছে, কিন্তু সেটা এই মুহুর্তের রেকর্ড নয়। হয়ত সেই রেকর্ডারটা বিলম্বে প্লে হয়েছে ফলে সেই মহাবিশ্বে আমার অতীতের ঘটনাগুলো এখন সম্প্রচার হচ্ছে!
এমনই আরও অগণিত মহাবিশ্ব থাকতে পারে, যার কোনোটাতে আমার অতীত, কোনোটাতে আমার বর্তমান, কোনোটাতে আমার ভবিষ্যত সম্প্রচারিত হচ্ছে, যা আমি এখনও জানিনা। কিন্তু ঐ মহাবিশ্বের আমি জানে, কারণ সে আমার ভবিষ্যত হলেও, ঐ মহাবিশ্বে সে বর্তমান।
অর্থাৎ, আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের প্রতিটা সেকেন্ড, মিলিসেকেন্ড, ন্যানোসেকেন্ড এর ঘটনাসমূহ মহাবিশ্বের কোনও এক প্রান্তে বর্তমান। এর দ্বারা যে প্যারাডক্সটা আমি উৎক্ষেপণ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে, অতীত বর্তমান ভবিষ্যত সবই আপেক্ষিক। ভিন্ন ভিন্ন মহাবিশ্বে এই অতীত, বর্তমান, ভবিষ্যত একই সাথে অবস্থান করছে। অর্থাৎ সময় চলমান নয়, সময় চির স্থীর! সে এখনও সেই একই জায়গায় আছে, সেই জায়গায় যখন আমি হোচট খেয়ে পড়ে গেলাম! সময় এখন সেখানেই আছে, যখন আমি হয়ত Already মরে ভূত হয়ে গেছি!💀
সময় এখন সেখানেই আছে, যেখানে আমি এখন অবস্থান করছি, অর্থহীন এক ব্লগ লিখছি, সময়কে নিয়েই♥